You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

রণেশ দাশগুপ্ত এর সংক্ষিপ্ত জীবনী


রণেশ দাশগুপ্ত ১৯১২ সালের ১২ই জানুয়ারি ঢাকার লৌহজং - এর গাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি কবি জীবনানন্দ দাশের নিকট আত্মীয় ছিলেন । রণেশ দাশগুপ্ত তরুণ বয়স থেকেই মার্কসবাদী দর্শনে বিশ্বাসী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী ছিলেন । এ বিশ্বাসের ওপর ভিত্তি করে গঠিত ‘ ঢাকা ' প্রগতি লেখক ও শিল্পী সংঘ ' - এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ।

১৯৪৭ সালে ঢাকার পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির তিনি ছিলেন অন্যতম সংগঠক । ১৯৪৮ সালের বাংলা ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ১৩ই মার্চ গ্রেফতার হন । পাকিস্তানবিরােধী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তিনি অনেকবার কারাবরণ করেন । সাহিত্যচর্চায়ও তিনি উল্লেখযােগ্য অবদান রাখেন । তার উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হলাে : শিল্পীর স্বাধীনতার প্রশ্নে , আলাে দিয়ে আলাে জ্বালা , উপন্যাসের শিল্পরূপ ইত্যাদি । ১৯৯৭ সালের ৪ঠা নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "রণেশ দাশগুপ্ত এর সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.