You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ লেখার পদ্ধতি বা নিয়ম? অনুচ্ছেদ লেখার প্রয়োজনীয়তা


অনুচ্ছেদ রচনা :
কোনাে বিষয়ে কয়েকটি বাক্যে লিখে যখন একটা বিশেষ ভাবকে সহজভাবে প্রকাশ করা হয় , তাকে অনুচ্ছেদ বলে ।

প্রয়োজনীয়তাঃ

কয়েকটি অর্থযুক্ত শব্দ একের পর এক সাজিয়ে বাক্য তৈরি হয় । বাক্যের সাহায্যে আমরা মনােভাব প্রকাশ করি । কিন্তু , একটিমাত্র বাক্যে মনেরভাব কখনোই সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না । তখন মনোভাব প্রকাশের জন্য আমাদের একাধিক বাক্যের আশ্রয় নিতে হয় । কতগুলো বাক্যের মাধ্যমেই ভাবটি সম্পূর্ণরুপে প্রকাশ করা যায় ।


অনুচ্ছেদ রচনার পদ্ধতি :
অনুচ্ছেদ রচনার সময় কয়েকটি বিষয় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে ।
নিচে তা আলােচনা করা হলাে :

( ১ ) কোনাে অনুচ্ছেদ লেখার আগে ওই অনুচ্ছেদের বিষয় সম্পর্কে ভালাে করে চিন্তা করে কী কী ভাব প্রকাশ করতে হবে তা মনে মনে সাজিয়ে নিতে হবে ।

( ২ ) অনুচ্ছেদ সাধারণত অল্পসংখ্যক বাক্যে লেখা হয় । তাই অনুচ্ছেদে বাক্যগুলাের মধ্যে ভাবের সংগতি বজায় রাখতে হবে । অনুচ্ছেদের ভাষা হবে সহজ - সরল এবং বক্তব্য হবে স্পষ্ট ।

( ৩ ) একই বাক্য বা শব্দ যাতে বার বার ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

( ৪ ) সাধু অথবা চলিত যেকোনাে একটি রীতিতে অনুচ্ছেদটি লিখতে হবে । বানান ও ব্যাকরণগত দিক থেকে অনুচ্ছেদটি নির্ভুল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে ।

( ৫ ) রচনায় সরসতার ভাব আনার চেষ্টা করতে হবে ।

( ৬ ) অনুচ্ছেদের বাক্যগুলাে ভাব পরম্পরায় ক্রমশ একটি সিদ্ধান্ত বা উপসংহারের দিকে এগিয়ে যাবে । প্রথম ও শেষ বাক্য যেন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ লেখার পদ্ধতি বা নিয়ম? অনুচ্ছেদ লেখার প্রয়োজনীয়তা"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.