মা শব্দটি অতি মধুর । জন্মের পর মানুষ মাকে ডেকেই প্রথম কথা বলা শিখে । মা তার সন্তানকে অতি যত্নে লালন পালন করে বড় করে তোলেন । পৃথিবীর কোনকিছুর সাথে মায়ের তুলনা হয়না । আমার কাছে আমার মা সবচেয়ে প্রিয় । আমি যখন ছোট ছিলাম তখন যেমন আমার মা আমাকে আদর করতেন যত্ন করতেন তেমনি এখনও মা আমাকে আগের মতোই আদর করেন , যত্ন করেন । এখন আমার বয়স ১৮ বছর কিন্তু আমার মায়ের কাছে আমি যেন সেই ছোট্ট খোকাটি রয়ে গেছি । আমার ছেলেবেলায় কোন অসুখ হলে মা যেমন চিন্তা করতেন । এখনো ঠিক তেমনি চিন্তা করেন । পৃথিবীর অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করেছি কিন্তু আমার মা যেমন ছিল তেমনি রয়েছেন । মনে হয় আমার মায়ের ভালবাসা ব্যতীত সবকিছু বদলে যেতে আমি দেখেছি । আমি স্কুলে যখন যাই এখনো মা আমাকে হাত ধরে স্কুলের কাছে রেখে আসেন । বিকালে বাড়ি ফিরতে দেরি হলে রাস্তার দিকে চেয়ে থাকেন । আমি বাড়ি ফিরলে আমার মুখ দেখে যেন প্রাণ ফিরে পায় । মা নিজে না খেয়েও আমাকে এখনো খাওয়ায় । এখনো আমাকে মা নিজের হাতে গোসল করিয়ে দেয় । আমার মায়ের কথা বলে শেষ করা যাবেনা । আমি চেষ্টা করি তাঁর কথামতো চলতে । সকলের উচিত তার বাবা - মায়ের কথামতো চলা ।
Report Print
About Author
1 Response to "অনুচ্ছেদ রচনা : আমার মা"
অসাধারন ।
ReplyDeleteলক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.