You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

অনুচ্ছেদ রচনা : আমাদের বিদ্যালয়


আমাদের বিদ্যালয়ের নাম মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় । টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার মুশুদ্দি ইউনিয়নে এই বিদ্যালয়টি অবস্থিত । এই বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয়ে প্রায় এক হাজার ছাত্র ছাত্রী পড়ালেখা করে । এখানে ছাত্র ছাত্রীদের থাকার জন্য ছাত্রাবাস রয়েছে । রাদের বাসা দূরে তারা এখানে থেকে লেখাপড়া করতে পারে । বিদ্যালয়ে ত্রিশজন শিক্ষক / শিক্ষিকা রয়েছে । শিক্ষকরা ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করে । বিদ্যালয়ের সামনে রয়েছে বেশ প্রশস্ত একটি মাঠ । বিদ্যালয়ে ক্লাসের ফাঁকে ছাত্র ছাত্রীরা মাঠে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে । বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল খুবই ভালো । এই বিদ্যালয় থেকে প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ পেয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয় । দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে । এই বিদ্যালয় থেকে বের হয়ে অনেক শিক্ষার্থী কীর্তিমান হয়েছেন । এখানে একটি বিজ্ঞানাগার , খাওয়ার জন্য ক্যান্টিন ও নামাজের জন্য মসজিদ রয়েছে । এখানে একটি পাঠাগার রয়েছে । অবসর সময়ে ছাত্র ছাত্রীরা এখানে বিভিন্ন বই পড়ে থাকে । গরীব ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে দরিদ্র কল্যাণ তহবিল ও বিনা বেতনে পড়ার সুযোগ । বিদ্যালয়ে প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "অনুচ্ছেদ রচনা : আমাদের বিদ্যালয়"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.