পানি ছাড়া পৃথিবীতে কোন প্রাণীই বেচে থাকতে পারে না । বেঁচে থাকতে হলে প্রত্যেক প্রাণীর কম বেশি পানির প্রয়োজন হয় । পানির একমাত্র উৎস হচ্ছে সমুদ্র । এছাড়া আমরা বৃষ্টির পানি, পুকুর, খাল-বিল নদী নালাতে পানি পেয়ে থাকি । কিন্তু খাল, বিল, নদীর পানি খাওয়া যায় না । এ পানি শুধু ব্যবহার করা যায় বিভিন্ন কাজে । বর্তমানে পানি দূষণের কারণে খালবিল, নদীনালার পানি আর ব্যবহার করা যায়না । মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে । বর্তমানে কৃষিকাজ থেকে শুরু করে বিদ্যুতের জন্য পানির দরকার । মানুষের শরীরের শতকরা ৬০ ভাগ হচ্ছে পানি । পানি ছাড়া শিল্প কারখানা পরিচালনা,উৎপাদন অসম্ভব । পানি ছাড়া বেচে থাকতে পারে এমন কোন প্রাণী পৃথিবীতে নেই । জীবন ধারণ করতে হলে অবশ্যই বিশুদ্ধ পানির প্রয়োজন হবেই । পানির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না । আবার দূষিত পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে । তাই বলা হয় বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানির অপর নাম জীবন ।
Post Approve Via
0 Response to "অনুচ্ছেদ রচনা : পানি"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.