You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

green red এর এডস বসিয়ে ব্লগ বা ওয়েবসাইট থেকে খুব সহজেই মাসে ৬-১০ হাজার টাকা ইনকাম করুন পর্ব ১


আমাদের প্রায় সকলেরই ব্লগ বা ওয়েবসাইট আছে । কিন্তু অনেকেই সেখান থেকে ইনকাম করতে পারে না । এডসেন্সের আবেদন করলে যদিও এডসেন্স পাওয়া যায় কিন্তু এডসেন্স একাউন্ট টিকিয়ে রাখা যায় না । ইনভ্যালিড ক্লিক পড়ে একাউন্ট ডিজেবল হয়ে যায় । তারপর আবার একাউন্ট ভেরিফাই করতে কত ঝামেলা পোহাতে হয় ।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজেই ব্লগ থেকে ইনকাম করবেন এডসেন্স ছাড়াই । আমি যে এডস নেটওয়ার্ক সম্পর্কে জানবো তার নাম অনেকেই হয়তো জানেন । সাইটটির নাম green-red.com . এটি একটি বাংলাদেশী এডস নেটওয়ার্ক সাইট । এই সাইট থেকে এডস নিলে এডে ক্লিক পড়ার সম্ভাবনা বেশি থাকবে । কারণ আমরা বাংলাতে পোষ্ট করি বলে বেশিরভাগ বাংলাদেশি ভিজিটর পাই । এই সাইট থেকে এড নিলে বাংলাদেশি এডস বেশি শো করবে । তাই ক্লিক পড়ার সম্ভাবনা বেশি । ভিজটর বেশি হলে এডসেন্সের চেয়েও বেশি টাকা আয় করা সম্ভব ।

এই পর্বে শুধু একাউন্ট খুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । ব্লগে ১০-১২ টি পোষ্ট থাকলেও তারা এডস দিবে । পোষ্ট ৫০০ শব্দের উপরে রাখলেই ভাল হবে । এখানে এডসেন্সের মতো কঠিন নীতিমালা নেই । টাকা বিকাশে নিতে পারবেন ।

বিস্তারিত লিখে বুঝানো সম্ভব না । তাই নিচে ভিডিওর লিংক দেয়া হলো । ভিডিও দেখে খুব সহজেই ইনকাম করার উপায় সম্পর্কে  জানতে পারবেন ।


আগামী পর্বে এড বসানো থেকে শুরু করে বিস্তারিত তথ্য যেমন কোন এডে বেশি ক্লিক পড়ে জানতে পারবেন । পোষ্ট ভাল লাগলে ও কোন কিছু না বুঝলে কমেন্ট করুন।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "green red এর এডস বসিয়ে ব্লগ বা ওয়েবসাইট থেকে খুব সহজেই মাসে ৬-১০ হাজার টাকা ইনকাম করুন পর্ব ১"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.