প্রকৃত অর্থে কৃষক আমাদের অন্নদাতা । কেননা কৃষক ফসল ফলায় বলে আমরা খেতে পারি । তাদের ফলানো শস্যের কারণে কখনো দেশে খাদ্যভাব দেখা যায় না । আমাদের দেশের অধিকাংশ কৃষক সাধারণত গরিব ।তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসল উৎপাদন করে । কৃষক খুব সকালে পান্তা খেয়ে মাঠে কাজ করতে চলে যায় । রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন মাঠে কাজ করে বিকেলে বাড়ি ফিরে আসে । কোনদিন দুপুরে খেতে আসে না হয় দুপুরে না খেয়েই মাঠে কাজ করে । দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা হলেই সে বাড়ি ফিরে আসে । সারাদিন পরিশ্রম করে রাতে তারা বন্ধু বা পরিবারের সাথে গল্প গুজব করে থাকে । আমাদের দেশের অধিকাংশ কৃষক নিরক্ষর । তাই তারা উন্নত চাষাবাদ সম্পর্কে জানে না । এজন্য তাদের অধিক পরিশ্রম করতে হয় । বর্তমানে দেশের অর্থনীতিও কৃষির উপর নির্ভরশীল । এজন্য সরকার ও জ্ঞানী ব্যক্তিদের কৃষকদের অবস্থার উন্নয়ন করতে এগিয়ে আসতে হবে । কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানাতে হবে । তাদের অক্ষর জ্ঞানেরও ব্যবস্থা করতে হবে । কেননা মনে রাখতে হবে কৃষক একটি রাষ্ট্রের তথা জাতির মেরুদন্ড । তাদের উন্নতি হলেই একটি দেশের উন্নতি সম্ভব ।
Post Approve Via
0 Response to "অনুচ্ছেদ রচনা : কৃষক "
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.