You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী


কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ( ২৪শে মে ১৮৯৯ ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসােল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যােগ দেন । পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন । ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যােগ দিয়ে করাচি যান । সেখানেই তাঁর সাহিত্য - জীবনের সূচনা ঘটে ।
তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সােচ্চার হয়েছেন । এজন্য তাকে ‘ বিদ্রোহী কবি ' বলা হয় । বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে । কবিতা , উপন্যাস , নাটক , ছােটগল্প , প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন । তিনি গজল , খেয়াল ও রাগপ্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন । আরবি - ফারসি শব্দের সার্থক ব্যবহার তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে ।

মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারােগ্য রােগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন । বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় । তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় ।

তাঁর রচিত কাব্যগুলাের মধ্যে অগ্নিবীণা , বিষের বাঁশি , ছায়ানট , প্রলয়শিখা , চক্রবাক , সিন্ধুহিন্দোল বিশেষভাবে উল্লেখযােগ্য । ব্যথার দান , রিক্তের বেদন , শিউলিমালা , মৃত্যুক্ষুধা , কুহেলিকা ইত্যাদি তাঁর রচিত গল্প ও উপন্যাস । যুগবাণী , দুর্দিনের যাত্রী ও রাজবন্দীর জবানবন্দী তার উল্লেখযােগ্য প্রবন্ধগ্রন্থ । ২৯শে আগস্ট ১৯৭৬ সালে কবি ঢাকার পি . জি . হাসপাতালে ( বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ - সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয় ।

উপরের তথ্যগুলো নবম-দশম শ্রেণীর বোর্ড বই থেকে নেয়া হয়েছে ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.