শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে ১৫ই সেপ্টেম্বর ১৮৭৬ সালে জন্মগ্রহণ করেন । আর্থিক সংকটের কারণে এফ . এ . শ্রেণিতে পড়ার সময় তার ছাত্রজীবনের অবসান ঘটে । তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন । পরে ১৯০৩ সালে ভাগ্যের সন্ধানে বার্মা ( বর্তমানে মায়ানমার ) যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন । প্রবাস জীবনেই তার সাহিত্য - সাধনা শুরু এবং তিনি অল্পদিনেই খ্যাতি লাভ করেন ।
১৯১৬ সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য - সাধনা করতে থাকেন । গল্প , উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন । তিনি রাজনৈতিক আন্দোলনেও যােগ দিয়েছিলেন , কিন্তু পরে তা ত্যাগ করেন । তিনি ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি . লিট উপাধি লাভ করেন । শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী ।
তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ , বড়দিদি , বিরাজ বৌ , রামের সুমতি , দেবদাস , বিন্দুর ছেলে , পরিণীতা , পণ্ডিতমশাই , মেজদিদি , পল্লিসমাজ , বৈকুণ্ঠের উইল , শ্রীকান্ত , চরিত্রহীন , দত্তা , ছবি , গৃহদাহ , দেনা পাওনা , পথের দাবী , শেষ প্রশ্ন ইত্যাদি । শরচ্চন্দ্র ১৬ই জানুয়ারি ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন ।
উপরোক্ত তথ্য নবম-দশম শ্রেণীর বই থেকে সংগ্রহ করা হয়েছে ।
Post Approve Via
0 Response to "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.