You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে ১৫ই সেপ্টেম্বর ১৮৭৬ সালে জন্মগ্রহণ করেন । আর্থিক সংকটের কারণে এফ . এ . শ্রেণিতে পড়ার সময় তার ছাত্রজীবনের অবসান ঘটে । তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন । পরে ১৯০৩ সালে ভাগ্যের সন্ধানে বার্মা ( বর্তমানে মায়ানমার ) যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন । প্রবাস জীবনেই তার সাহিত্য - সাধনা শুরু এবং তিনি অল্পদিনেই খ্যাতি লাভ করেন ।

১৯১৬ সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য - সাধনা করতে থাকেন । গল্প , উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন । তিনি রাজনৈতিক আন্দোলনেও যােগ দিয়েছিলেন , কিন্তু পরে তা ত্যাগ করেন । তিনি ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি . লিট উপাধি লাভ করেন । শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী ।

তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ , বড়দিদি , বিরাজ বৌ , রামের সুমতি , দেবদাস , বিন্দুর ছেলে , পরিণীতা , পণ্ডিতমশাই , মেজদিদি , পল্লিসমাজ , বৈকুণ্ঠের উইল , শ্রীকান্ত , চরিত্রহীন , দত্তা , ছবি , গৃহদাহ , দেনা পাওনা , পথের দাবী , শেষ প্রশ্ন ইত্যাদি । শরচ্চন্দ্র ১৬ই জানুয়ারি ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন ।

উপরোক্ত তথ্য নবম-দশম শ্রেণীর বই থেকে সংগ্রহ করা হয়েছে ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.