প্রমথ চৌধুরী ৭ই আগস্ট ১৮৬৮ সালে যশােরে জন্মগ্রহণ করেন । তাঁর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে । তাঁর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ । তিনি ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এম . এ . ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান । বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যােগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনােনিবেশ করেন ।
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল । তাঁর সম্পাদিত ' সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে । বস্তুত তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয় । তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ : বীরবলের হালখাতা , রায়তের কথা , চার - ইয়ারি কথা , আহুতি , প্রবন্ধ সংগ্রহ , নীললােহিত , সনেট পঞ্চাশৎ পদচারণ ইত্যাদি । প্রমথ চৌধুরী ২রা সেপ্টেম্বর ১৯৪৬ সালে কলকাতায় পরলােকগমন করেন ।
উপরোক্ত তথ্য নবম-দশম শ্রেণীর বই থেকে নেয়া হয়েছে ।
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল । তাঁর সম্পাদিত ' সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে । বস্তুত তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয় । তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ : বীরবলের হালখাতা , রায়তের কথা , চার - ইয়ারি কথা , আহুতি , প্রবন্ধ সংগ্রহ , নীললােহিত , সনেট পঞ্চাশৎ পদচারণ ইত্যাদি । প্রমথ চৌধুরী ২রা সেপ্টেম্বর ১৯৪৬ সালে কলকাতায় পরলােকগমন করেন ।
উপরোক্ত তথ্য নবম-দশম শ্রেণীর বই থেকে নেয়া হয়েছে ।
Post Approve Via
0 Response to "প্রমথ চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.