You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

মােহাম্মদ ওয়াজেদ আলী এর সংক্ষিপ্ত জীবনী


মােহাম্মদ ওয়াজেদ আলী ১৮৯৬ সালে ( ২৮শে ভাদ্র ১৩০৩ সাল ) সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন । কলকাতা বঙ্গবাসী কলেজে বি . এ , ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযােগ আন্দোলনে যােগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান । এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন । তিনি মাসিক মােহাম্মদী ' , দৈনিক মােহাম্মদী ' , দৈনিক সেবক ' , ' সাপ্তাহিক সওগাত ' , সাপ্তাহিক খাদেম ' , ইংরেজি ‘ দি মুসলমান ' ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন ।

তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ : মহামানুষ মুহসীন , মরুভাস্কর , সৈয়দ আহমদ , স্মার্ণানন্দিনী , ছােটদের হযরত মুহম্মদ ইত্যাদি । তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন । সহজ সরল প্রকাশভঙ্গি তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য । তাঁর গদ্যশৈলী ঋজু , রচনা সাবলীল । স্বাস্থ্যগত কারণে তিনি ১৯৩৫ সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই ১৯৫৪ সালের ৮ই নভেম্বর মৃত্যুবরণ করেন ।

উপরের তথ্যগুলো বোর্ড বই থেকে নেয়া হয়েছে ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "মােহাম্মদ ওয়াজেদ আলী এর সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.