বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী । স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯১৪ সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আই . এ . এবং বি . এ . ডিগ্রি লাভ করেন । কর্মজীবনে তিনি তুগলী , কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন । শরন্দ্রের পরে তিনি বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ।
প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবালার সাধারণ মানুষের সহজ - সরল জীবন যাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন । প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথাসাহিত্য মহিমামণ্ডিত । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযােগ্য উপন্যাস হলাে : পথের পাঁচালী , অপরাজিত , আরণ্যক , ইছামতি , দৃষ্টিপ্রদীপ । গল্পগ্রন্থ : মেঘমল্লার , মৌরীফুল , যাত্রাবদল । ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র - পুরস্কারে ভূষিত হন । ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন ।
উপরের তথ্যগুলো বোর্ড বই থেকে নেয়া হয়েছে ।
Post Approve Via
0 Response to "বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.