You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী । স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯১৪ সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আই . এ . এবং বি . এ . ডিগ্রি লাভ করেন । কর্মজীবনে তিনি তুগলী , কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন । শরন্দ্রের পরে তিনি বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ।

প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবালার সাধারণ মানুষের সহজ - সরল জীবন যাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন । প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথাসাহিত্য মহিমামণ্ডিত । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযােগ্য উপন্যাস হলাে : পথের পাঁচালী , অপরাজিত , আরণ্যক , ইছামতি , দৃষ্টিপ্রদীপ । গল্পগ্রন্থ : মেঘমল্লার , মৌরীফুল , যাত্রাবদল । ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র - পুরস্কারে ভূষিত হন । ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন ।

উপরের তথ্যগুলো বোর্ড বই থেকে নেয়া হয়েছে ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.