You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

এস ওয়াজেদ আলির সংক্ষিপ্ত জীবনী


এস. ওয়াজেদ আলি হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড়তাজপুর গ্রামে ১৮৯০ সালের ৪ঠা সেপ্টেম্বর এস. ওয়াজেদ আলি জন্মগ্রহণ করেন । তার পিতা শেখ বেলায়েত আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী । শিলং - এর মোখার হাইস্কুল থেকে স্বর্ণপদকসহ এন্ট্রান্স পাসের পর তিনি আলীগড় কলেজ থেকে আই . এ . এবং ১৯১০ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থকে বি . এ . পাস করেন । ১৯১৫ সালে কেজি বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট - ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন ।

১৯২৩ সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন । ১৯২৫ সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন । সত্য ও সুন্দরের সাধনায় , নাতিজ্ঞান , ধর্মবােধ ও প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবােধে তার সাহিত্যকর্ম সমৃদ্ধ ।

তার উল্লেখযােগ্য প্রবন্ধ গ্রন্থ : জীবনের শিল্প ( ১৯৪১ ) , প্রাচ্য ও প্রতীচ্য ( ১৯৪৩ ) , ভবিষ্যতের বাঙালি ( ১৯৪৩ ) ; গল্পগ্রন্থ : গুলদাস্তা ( ১৯২৭ ) , মাশুকের দরবার ( ১৯৩০ ) , বাদশাহী গল্প ( ১৯৪৪ ) , গল্পের মজলিশ ( ১৯৪৪ ) ; ভ্রমণকাহিনী : মােটরযােগে রাঁচির সফর ( ১৯৪৯ ) , পশ্চিম ভারত ( ১৩৫৫ ) । প্রকৃতপক্ষে এস. ওয়াজেদ আলি ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মনীষী । ১৯৫১ সালের ১০ই জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "এস ওয়াজেদ আলির সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.