You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

মােহাম্মদ লুৎফর রহমানের সংক্ষিপ্ত জীবনী


মােহাম্মদ লুৎফর রহমান ১৮৮৯ সালে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস যশাের জেলার হাজীগ্রামে । লুৎফর রহমান এফ . এ . পর্যন্ত পড়াশুনা করেন । তিনি প্রথমে শিক্ষক এবং পরে হােমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন । তিনি ডাক্তার লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন । নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ ' নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং ‘ নারীশক্তি ' নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন । তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন ।

তাঁর প্রবন্ধ সহজবােধ্য কিন্তু ভাবগম্ভীর । তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন । গভীর জীবনবােধ , মানবিক মূল্যবােধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাঁর রচনার প্রসাদগুণ । উন্নত জীবন , মহৎ জীবন , উচ্চ জীবন , সত্য জীবন , মানব জীবন , প্রীতি উপহার প্রভৃতি তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ । প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা , উপন্যাস ও ছােটদের বই রচনা করেছেন । ১৯৩৬ সালে তিনি পরলােকগমন করেন ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "মােহাম্মদ লুৎফর রহমানের সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.