মােহাম্মদ লুৎফর রহমান ১৮৮৯ সালে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস যশাের জেলার হাজীগ্রামে । লুৎফর রহমান এফ . এ . পর্যন্ত পড়াশুনা করেন । তিনি প্রথমে শিক্ষক এবং পরে হােমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন । তিনি ডাক্তার লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন । নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ ' নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং ‘ নারীশক্তি ' নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন । তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন ।
তাঁর প্রবন্ধ সহজবােধ্য কিন্তু ভাবগম্ভীর । তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন । গভীর জীবনবােধ , মানবিক মূল্যবােধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাঁর রচনার প্রসাদগুণ । উন্নত জীবন , মহৎ জীবন , উচ্চ জীবন , সত্য জীবন , মানব জীবন , প্রীতি উপহার প্রভৃতি তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ । প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা , উপন্যাস ও ছােটদের বই রচনা করেছেন । ১৯৩৬ সালে তিনি পরলােকগমন করেন ।
তাঁর প্রবন্ধ সহজবােধ্য কিন্তু ভাবগম্ভীর । তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন । গভীর জীবনবােধ , মানবিক মূল্যবােধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাঁর রচনার প্রসাদগুণ । উন্নত জীবন , মহৎ জীবন , উচ্চ জীবন , সত্য জীবন , মানব জীবন , প্রীতি উপহার প্রভৃতি তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ । প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা , উপন্যাস ও ছােটদের বই রচনা করেছেন । ১৯৩৬ সালে তিনি পরলােকগমন করেন ।
Post Approve Via
0 Response to "মােহাম্মদ লুৎফর রহমানের সংক্ষিপ্ত জীবনী"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.