মুহম্মাদ শহীদুল্লাহ ১০ই জুলাই ১৮৮৫ সালে পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ১৯১০ সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বি . এ . অনার্স পাস করেন । ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এম , এ , ডিগ্রি লাভ করেন । মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসের সােরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডি , লিট , লাভের গৌরব অর্জন করেন ।
তিনি সুদীর্ঘ ত্রিশ বৎসরকাল বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষরূপে নিয়ােজিত ছিলেন । অসামান্য প্রতিভাধর মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ । তিনি ছিলেন মুক্তবুদ্ধির অধিকারী । প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন । বাংলা ভাষার ইতিবৃত্ত , বাংলা সাহিত্যের কথা ( দুই খণ্ড ) এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযােগ্য গ্রন্থ ।
তাঁর অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান । তিনি আলাওলের ' পদ্মাবতী ‘ বিদ্যাপতি শতকসহ আরও অনেক গ্রন্থ সম্পাদনা করেন । শিশু পত্রিকা " আঙুর " তারই সম্পাদনায় প্রকাশিত হয় । এ ছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন । ১৩ই জুলাই ১৯৬৯ সালে ঢাকায় মুহম্মদ শহীদুল্লাহর জীবনাবসান ঘটে ।
তিনি সুদীর্ঘ ত্রিশ বৎসরকাল বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষরূপে নিয়ােজিত ছিলেন । অসামান্য প্রতিভাধর মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ । তিনি ছিলেন মুক্তবুদ্ধির অধিকারী । প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন । বাংলা ভাষার ইতিবৃত্ত , বাংলা সাহিত্যের কথা ( দুই খণ্ড ) এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযােগ্য গ্রন্থ ।
তাঁর অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান । তিনি আলাওলের ' পদ্মাবতী ‘ বিদ্যাপতি শতকসহ আরও অনেক গ্রন্থ সম্পাদনা করেন । শিশু পত্রিকা " আঙুর " তারই সম্পাদনায় প্রকাশিত হয় । এ ছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন । ১৩ই জুলাই ১৯৬৯ সালে ঢাকায় মুহম্মদ শহীদুল্লাহর জীবনাবসান ঘটে ।
Post Approve Via
0 Response to "মুহম্মাদ শহীদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী"
Post a Comment
লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.