You may Share your knowledge.
আপনি যদি এই ব্লগে পোস্ট করতে চান তাহলে Contact us পেইজ থেকে যোগাযোগ করবেন।

রােকেয়া সাখাওয়াত হােসেনের সংক্ষিপ্ত জীবনী


রােকেয়া সাখাওয়াত হােসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন । তার পিতা জহীরুদ্দিন মােহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্রান্ত ভূস্বামী ছিলেন । ছােটবেলায় বড় বােন করিমুন্নেসা বেগম রােকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন । পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন । বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাখাওয়াত হােসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন নামে পরিচিত হন । স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন ।

সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন । মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন । সাখাওয়াত মেমােরিয়াল গার্লস স্কুল ও আনজুমান - ই - খাওয়াতীন - ই - ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন । পদ্মরাগ , অবরােধবাসিনী , মতিচূর , সুলতানার স্বপ্ন ইত্যাদি তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ । ৯ই ডিসেম্বর ১৯৩২ সালে রােকেয়া সাখাওয়াত হােসেন মৃত্যুবরণ করেন ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "রােকেয়া সাখাওয়াত হােসেনের সংক্ষিপ্ত জীবনী"

Post a Comment

লক্ষ্য করুনঃ কমেন্ট হচ্ছে পোষ্টের প্রাণ । মন্তব্য পেলে পোষ্টের লেখক নতুন পোষ্ট করার উৎসাহ পায় । তাই পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । Please make a comment.